ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমে করোনা আক্রান্ত সন্দেহে আরো ৩ রোগী ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
শেবাচিমে করোনা আক্রান্ত সন্দেহে আরো ৩ রোগী ভর্তি

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো তিন রোগী করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জন রোগী চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা যায়, কাশি ও জ্বর নিয়ে বরিশাল সদর উপজেলার চাঁদকাঠি এলাকার বিধি আক্তার (২৬) বুধবার (২৫ মার্চ) দুপুরে ভর্তি হন। এছাড়া একই দিন বিকেলে একই কারণে ভর্তি হন আগৈলঝাড়া উপজেলার চান্দু গ্রামের তৃষ্ণা (৪৫)।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ভর্তি হন পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদি এলাকার নোমান (২৫) ।

উল্লেখ্য, শেবাচিম হাসপাতালে এ নিয়ে সাতজন রোগী করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি হন। এদের মধ্যে দু’জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

বুধবার (২৫ মার্চ) রাতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লক্ষণগুলো প্রাথমিকভাবে কাছাকাছি থাকায় রোগীদের করোনা ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে তাদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তবে যে দু’জন ছাড়পত্র নিয়ে গেছেন তারা কেউই করোনায় আক্রান্ত ছিলেন না। আশাকরি এখন যারা ভর্তি আছেন তারাও কেউ করোনায় আক্রান্ত নন।

তবে বাড়তি সতর্কতা হিসেবে লক্ষণ দেখে তাদের করোনা ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে বলেও জানান শেবাচিমের পরিচালক বাকির।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।