ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২০ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২০ হাজার

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে চীনের চেয়েও ভয়াবহ পরিণতি বরণ করতে হচ্ছে ইউরোপের দেশগুলোকে। করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। এবার সেই সারিতে যুক্ত হলো ইউরোপের আরেক দেশ স্পেন। 

মার্কিন গবেষণা সংস্থা জনস হপকিন্স জানিয়েছে, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৪৯৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৩৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭৪ হাজার ৩৮৬।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। এরপর তিনে রয়েছে চীন। এরপর রয়েছে ইরান।

এদিকে বিশ্বজুড়ে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে  ৪ লাখ ৫২ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার।

এদিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত সারাদেশে ২১ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।   

অন্যদিকে আগামীতে যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে বর্তমানে ‘বুলেটের বেগে’ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

 
বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এমআইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।