ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে ৬৫০ পিপিই বিতরণ: কোয়ারেন্টিনে ৩১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
কুড়িগ্রামে ৬৫০ পিপিই বিতরণ: কোয়ারেন্টিনে ৩১৫ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

কুড়িগ্রাম: করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসেবে কুড়িগ্রাম জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ৬৫০ পিপিই বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) স্বাস্থ্য বিভাগ থেকে বরাদ্দ দেওয়া এ পিপিই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ অন্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়।

এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে নতুন করে পাঁচজনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

এ নিয়ে জেলায় মোট ৩১৫ জনকে হোম কোয়ারিন্টিনে নেওয়া হলো।

হোম কোয়ারেন্টিনে নেওয়া ব্যক্তিদের মধ্যে ইতোমধ্যে ১৭৭ জনের ১৪ দিন অবস্থানের মেয়াদ শেষ হয়েছে জানা যায়।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, কুড়িগ্রাম জেলার নয় উপজেলায় মোট ৫৪০ জন বিদেশ ফেরতের তালিকা থাকলেও এদের মধ্যে ৩১৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা সম্ভব হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কুড়িগ্রাম জেলায় ৬৫০ পিপিই পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।