ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে হোম কোয়ারেন্টিনে ২৮৯ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
কিশোরগঞ্জে হোম কোয়ারেন্টিনে ২৮৯ জন

কিশোরগঞ্জ: করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ অনুযায়ী  কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনের (নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে) আওতায় আনা হয়েছে। এনিয়ে জেলাটিতে পর্যবেক্ষণে রয়েছেন মোট ২৮৯ জন। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুর আরও ৬৫ জনসহ জেলায় মোট কোয়ারেন্টিনে রয়েছেন ২৮৯ জন।

এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন অষ্টগ্রামে তিনজন, নিকলীতে একজন ও ভৈরবে পাঁচজন। অন্যরা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরও জানান, ২৮ মার্চ ১৪দিন কোয়ারেন্টিন শেষ হওয়ায় ও সুস্থ্য থাকায় ১৬১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এনিয়ে কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে করোনার কোনো লক্ষণ না থাকায় ৬৭২ জন ছাড়পত্র পেলেন। করোনা মোকাবিলায় কিশোরগঞ্জে কোয়ারেন্টিন কার্যক্রম প্রতিদিনই জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।