ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভোলায় কোয়ারেন্টিনে নতুন ১১ জন, ছাড়পত্র ১৮৭ জনকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
ভোলায় কোয়ারেন্টিনে নতুন ১১ জন, ছাড়পত্র ১৮৭ জনকে

ভোলা: করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ভোলায় নতুন আরও ১১ জনকে হোম কোয়ারেন্টিনে (নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকা) রাখা হয়েছে। এনিয়ে জেলার সাত উপজেলায় কোয়ারেন্টিনে রয়েছেন ২১৩ জন। আর ১৪ দিন পর্যবেক্ষণ শেষে কোনো লক্ষণ না থাকায় সুস্থ ১৮৭ প্রবাসীকে দেওয়া হয়েছে ছাড়পত্র। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।  

হোম কোয়ারেন্টিনে থাকা ২১৩ জনের মধ্যে ভোলা সদরে ৪২ জন, দৌলতখানে ৪১ জন, বোরহানউদ্দিনে ১৫ জন, লালমোহনে ১৭ জন, চরফ্যাশনে ২৮ জন, তজুমদ্দিনে ৫০ জন ও মনপুরা উপজেলায় ২০ জন রয়েছেন।

 

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বাংলানিউজকে জানান, জেলার সব হাসপাতালে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে। আর জেলা স্বাস্থ্য বিভাগ সর্বমোট ৪১১ পিপিই পেয়েছে। ওই সব পিপিই ব্যবহার করছেন চিকিৎসক ও নার্সরা। আরও পিপিই চাহিদা চাওয়া হয়েছে। এ মুহূর্তে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।