ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে হোম কোয়ারেন্টিনে আরো ৮৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
সিলেটে হোম কোয়ারেন্টিনে আরো ৮৫ জন

সিলেট: সিলেটে করোনা ভাইরাস সন্দেহে নতুন করে হোম কোয়ারেন্টিনে ৮৫ জনকে আনা হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন এক হাজার ৭৫৩ জন। এরমধ্যে সিলেট শহরে ৬৮১, সুনামগঞ্জ জেলায় ২৭৫, হবিগঞ্জ জেলায় ৫১৩ ও মৌলভীবাজারে ২৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ৩৭ ও মৌলভীবাজারে ১৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

এছাড়া ১০ মার্চ থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১২৪৭ জন এবং হাসপাতাল আইসোলেশন থেকে ১৮ জন।

এরমধ্যে ১৭ জন সিলেট ও একজন হবিগঞ্জ হাসপাতাল আইসোলেশন থেকে ছাড়পত্র ‍নিয়েছেন। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ২৫৫, সুনামগঞ্জে ৩০৪, হবিগঞ্জে ৩৬৮ এবং মৌলভীবাজারে ৩৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের সূত্র মতে, গত ২ ফেব্রুয়ারি থেকে সিলেট বিভাগে ২৬ হাজার ৯৪৮ জন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ তামাবিল স্থলবন্দরসহ বিভাগের ৫টি শুল্ক স্টেশন দিয়ে দেশে আসেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।