ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

অজ্ঞাত রোগে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আরো ৮ শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
অজ্ঞাত রোগে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আরো ৮ শিশু দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি শিশুরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে আরো আট শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে তারা হামের লক্ষণ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ নিয়ে দীঘিনালা কমপ্লেক্সে মোট নয় শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

প্রশাসনের সহায়তায় দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারীপাড়া থেকে আক্রান্ত শিশুদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আক্রান্তরা সবাই দীঘিনালার রথীচন্দ্র কার্বারীপাড়ার বাসিন্দা।  

স্থানীয়রা বলছেন, শিশুদের অসুখের লক্ষণ দেখে চিকিৎসক জানিয়েছেন তাদের হাম হতে পারে। এজন্য তারা পরীক্ষার কথাও বলেছেন।  

এর আগে রোববার (২৯ মার্চ) হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারীপাড়ার শিশু ধনিতা ত্রিপুরা (১০)। এছাড়া রোববার দুপুরে মুমূর্ষু অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান্তই ত্রিপুরা (৯) নামে এক শিশুকে ভর্তি করা হয়।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালকুদার বাংলানিউজকে জানান, হাসপাতালে ভর্তি আট শিশুর হামের লক্ষণ রয়েছে। এ বিষয়ে আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। শিশুদের চিকিৎসাও চলছে। দীঘিনালায় শিশুদের হামের টিকা দেওয়ার বিষয়ে কাজ শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।