ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেল ১১৯৫ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
কিশোরগঞ্জে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেল ১১৯৫ জন

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে ১২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ২৭৮ জন। তবে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় এদের মধ্যে ইতোমধ্যেই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৯৫ জন। বর্তমানে জেলাটিতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮৩ জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন দু’জন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।  

তিনি জানান, ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে শেষ হওয়ায় জেলায় কমতে শুরু করেছে থাকা প্রবাসীদের সংখ্যা।

শনিবার নতুন ৩৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এনিয়ে জেলায় মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন ১ হাজার ১৯৫ জন। কোয়ারেন্টিনে শেষে করোনার কোনো লক্ষণ না থাকায় এদের ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া সবাই সুস্থ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।