ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে আরো ৩৭ জন হোম কোয়ারেন্টিনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
সিলেটে আরো ৩৭ জন হোম কোয়ারেন্টিনে

সিলেট: সিলেটে নতুন করে আরো ৩৭ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) তাদের কোয়ারেন্টিনে আনা হয়। এছাড়া এদিন হোম কোয়ারেন্টিন থেকে ৫০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, নতুন করে হোম কোয়ারেন্টিনে আনা লোকজনের মধ্যে সিলেটে একজন, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ৯জন।

এছাড়া ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটে ৩৩, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজারে ৩ জন।

তিনি বলেন, এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ৪৯৭ জন। এরমধ্যে সিলেটে ৯০, সুনামগঞ্জে ১৪৩, হবিগঞ্জে ৩৩ এবং মৌলভীবাজারে ২৩১ জন। আর গত ১০ মার্চ থেকে এ যাবত মোট ছাড়পত্র নিয়ে গেছেন ২ হাজার ৯৭৯ জন। এদেরমধ্যে সিলেটের ৮৩৮, সুনামগঞ্জের ৬০১, হবিগঞ্জের ৮৮৯ এবং মৌলভীবাজারের ৬৫১ জন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।