ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক বৃদ্ধ (৬৫) করোনা ভাইসারে আক্রান্ত শনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।  

ওই বৃদ্ধের এক প্রতিবেশী জানান, গত ২ এপ্রিল রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ওই বৃদ্ধ।

তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে স্থানন্তর করা হয়। এরপর কুমিল্লা থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কিছু পরীক্ষা করা হয়। পরে তার করোনার লক্ষণ আছে জানিয়ে তাকে কুয়েত মৈত্রি হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা। এরপর তাকে ওই মৈত্রি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও করোনা পরীক্ষা করা হয় তার।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন কুয়েত মৈত্রি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।