ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

লক্ষ্মীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
লক্ষ্মীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলাটির রামগঞ্জ উপজেলায় ৩২ বছর বয়সী এক যুবক আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি ওই যুবকের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়।

সেটা পজেটিভ এসেছে। তিনি এতদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন। এখন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হবে।

রামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুণময় পোদ্দার সাংবাদিকদের বলেন, এখন কিছু বলা যাচ্ছে না। রোববার (১২ এপ্রিল) দিনে বিস্তারিত জানানো হবে।

করোনা আক্রান্ত যুবককে উদ্ধার করে ইতোমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া রোববার সকালে ওই বাড়ি লাল পতাকা দিয়ে শনাক্ত করা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পুরো ইউনিয়ন লকডাউনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এসআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।