ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

একই পরিবারের ৩ জনের করোনা, গ্রাম লকডাউন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
একই পরিবারের ৩ জনের করোনা, গ্রাম লকডাউন

ঝালকাঠি: ঝালকাঠিতে একই পরিবারের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে ওই গ্রাম লকডাউন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বাংলানিউজকে বলেন, শনিবার বিকেল পর্যন্ত জেলায় মোট ৬৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষার জন্য।

এরমধ্যে এখন পর্যন্ত ২৯টি রিপোর্ট হাতে এসেছে। যারমধ্যে ২৬টির রিপোর্ট নেগেটিভ। তিনটির পজেটিভ।

যাদের পজেটিভ এসেছে, তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছেন। আবার তারা একই পরিবারের।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরের পাশের একটি গ্রামে গত ৭ এপ্রিল ঢাকা থেকে শিশুসহ একই পরিবারের তিনজন আসেন। এরপর করোনার উপসর্গ থাকায় ৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, এরা তিনজনই গ্রামের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একটি গ্রামকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।