ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে হোম কোয়ারেন্টিনে নতুন ৮৩ জন, বাড়বে হবিগঞ্জে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
সিলেটে হোম কোয়ারেন্টিনে নতুন ৮৩ জন, বাড়বে হবিগঞ্জে!

সিলেট: নতুন করে আরো ৮৩ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে সিলেটে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনাদের মধ্যে বেশিরভাই হবিগঞ্জের।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আনা ৮৩ জনের মধ্যে ৫০ জনই হবিগঞ্জে।

অন্যদের মধ্যে সিলেটে ৪, সুনামগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ২ জন।

তিনি আরো বলেন, হবিগঞ্জে করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় হোম কোয়ারেন্টিনে লোকজনের সংখ্যা আরো বাড়তে পারে।

ডা. আনিসুর রহমান বলেন, লকডাউনকৃত এলাকার লোকজন ওখানেই থাকার কথা। কিন্তু ওখান থেকে (নারায়ণগঞ্জ) লোকজন ভয়ে পালিয়ে আসছেন।  

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টিন থেকে ৩০ জন ছাড়পত্র পেয়েছেন। এদের মধ্যে সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৪ জন। তবে সিলেট জেলায় হোম কোয়ারেন্টিন থেকে এদিন কেউ ছাড়পত্র পাননি।

এছাড়া বিভাগজুড়ে এখনো হোম কোয়ারেন্টিনে আছেন ৬৬৩ জন। এরমধ্যে সিলেটে ৫৭ জন, সুনামগঞ্জে ৩০১, হবিগঞ্জে ৬০ ও মৌলভীবাজারে ২৪৫ জন। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগজুড়ে ৩ হাজার ৭১ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র নিয়েছেন। আর হাসপাতাল আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৭ জন। এরমধ্যে সিলেট থেকে ৩২ ও সুনামগঞ্জ থেকে ৫ জন।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।