ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আরো ১১ প্রতিষ্ঠানে ৭-১০ দিনের মধ্যে নমুনা পরীক্ষা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
আরো ১১ প্রতিষ্ঠানে ৭-১০ দিনের মধ্যে নমুনা পরীক্ষা 

ঢাকা: করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা কেন্দ্র সম্প্রসারণে ঢাকার ভিতরে পাঁচটি ও ঢাকার বাইরে ছয়টিসহ আরো ১১টি কেন্দ্রে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ভিতরে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

এছাড়া ঢাকার বাইরের প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ ও কুষ্টিয়া মেডিক্যালকলেজে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হবে।

এতদিন সারাদেশে ১৭টি প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছিল। এর মধ্যে ঢাকার ভিতরের নয়টি প্রতিষ্ঠান ও ঢাকার বাইরে প্রতিষ্ঠান আটটি।

দেশে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১২ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৯ জন। নতুন করে কেউ সুস্থ হয়নি।

বাংলাদেশ সময়: ১৯২০  ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।