ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: দৃশ্যমান হচ্ছে বসুন্ধরার হাসপাতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
করোনা: দৃশ্যমান হচ্ছে বসুন্ধরার হাসপাতাল

ঢাকা: করোনা ভাইরাস আক্রান্তদের (কোভিড-১৯) চিকিৎসায় নির্মাণাধীন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) অস্থায়ী হাসপাতাল ক্রমেই দৃশ্যমান হচ্ছে। ট্রেড সেন্টারে ১ হাজার ৪৮৮ বেডের পাশাপাশি হাসপাতালের জন্য ডাক্তার, নার্স, সার্পোটিং স্টাফদের জন্য কেবিনের নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।

বুধবার (১৫ এপ্রিল) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ট্রেড সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম।

তিনি বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় ২৮ এপ্রিল থেকে হাসপাতালটিতে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা দিনরাত ২৪ ঘণ্টা বিভিন্ন শিফটে কাজ এগিয়ে নিচ্ছি।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও এই কাজ পর্যবেক্ষণ করছেন। ১৫ দিনের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো বলে আশাবাদী।

এগিয়ে চলেছে কাজমাসুদুল আলম বলেন, এখন আমরা ডাক্তারদের চেম্বার, নার্স স্টেশন, সার্পোটিং স্টাফদের বসার জায়গার কাজগুলো হচ্ছে। ইনশাল্লাহ আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা ১৫ দিনের মধ্যে শেষ করতে পারবো বলে আশা করছি। ১২ এপ্রিল থেকে আমরা কাজ শুরু করেছি, আশা করছি ২৭ এপ্রিল অবকাঠামোর কাজ শেষ হবে।

ব্রিফিংতিনি আরও বলেন, হাসপাতালের জন্য ডাক্তার, নার্স, সার্পোটিং স্টাফ, ওষুধ ও সরঞ্জামগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করবে। আইসিইউ, লন্ডি প্ল্যান্ট আমদানীর ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। এখন দেশে এলেই স্থাপন করা হবে।

মাসুদুল আলম বলেন, ট্রেড সেন্টারকে ৬টি ক্লাস্টারে ভাগ করে প্রতি ক্লাস্টারে ২৮৮ বেড করে মোট ১ হাজার ৪৮৮ বেড। এরমধ্যে কিছু আইসোলেশন ওয়ার্ডও থাকবে। তিনটি কনভেশন হলে ৫২৫ বেডসহ মোট ২০১৩টি বেড ও ৭১টি আইসিইউ বেড নিয়ে বসুন্ধরা হাসপাতালের কার্যক্রম শুরু হবে। সিসি ক্যামেরা বসিয়ে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করবেন ডাক্তার ও নার্সরা।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

...এর আগে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানে সরকারকে আইসিসিবি-তে ৫ হাজার শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রধানমন্ত্রীর সম্মতিসাপেক্ষে স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল পরির্দশন করে অস্থায়ী হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়। স্থান সংকুলানের হিসাব-নিকাশে সেখানে ২ হাজার ১৩ শয্যার হাসপাতাল ও ৭১টি আইসিইউ বেড স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রয়োজনে এটিকে ৫ হাজার শয্যায় রূপান্তর করা যাবে।

এ কার্যক্রম শুরু হয়ে গেলে বাংলাদেশে এটিই হবে কোভিড-১৯ রোগীদের জন্য বৃহত্তম সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র।
 

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।