ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ধামরাইয়ে ২ জন করোনা রোগী শনাক্ত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ধামরাইয়ে ২ জন করোনা রোগী শনাক্ত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দু’জন রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নূর রিফফাত আরা।  

তিনি বলেন, ধামরাই থেকে গত কয়দিনে ৫৭ জনের নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরীক্ষাগারে পাঠানো হয়েছিল।

এর মধ্যে বুধবার (১৫ এপ্রিল) পাঠানো নমুনাগুলোর মধ্যে বৃহস্পতিবার দুপুরে দু’জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এসেছিলেন, আর অন্যজন এই স্বাস্থ্য কমপ্লেক্সটির একজন স্টাফ।  

তিনি আরও বলেন, আমিসহ স্বাস্থ্য কমপ্লেক্সটির যেসব কর্মকর্তা, কর্মচারী আক্রান্ত ওই দু’জনের সংস্পর্শে এসেছেন তার একটি তালিকা তৈরির করা হচ্ছে। এছাড়া আক্রান্ত ওই দু’জনকে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।