ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আইইডিসিআরের ৪ জন করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
আইইডিসিআরের ৪ জন করোনা আক্রান্ত

ঢাকা: সরকারের রোগ নিয়ন্ত্রণ, রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একজন ল্যাব টেকনোলজিস্ট, একজন কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী ও একজন সুইপারসহ মোট চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের মধ্যে সাত-আটজন হোম কোয়ারেন্টিনে আছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইইডিসিআর এর কোনো চিকিৎসক করোনায় আক্রান্ত হননি।

তবে নিজেদের সর্তকতার জন্য শারীরিক দূরত্ব বজায়ে রেখে অফিস করছেন।

'আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম আলমগী দু’জনই সুস্থ আছেন। '

তিনি বলেন, ৭ এপ্রিল (মঙ্গলবার) প্রথম আইইডিসিআর এর কর্মচারীদের মধ্যে করোনা ভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করলে চারজনের পজিটিভ আসে। তারা রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজনের নমুনা পরীক্ষা করায় নেগেটিভ এসেছে। ২৪ ঘণ্টা পর আবার নমুনা পরীক্ষায় নেগেটিভ এলে একজনকে ছুটি দেওয়া হবে।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষাও করা হয়েছে। এ সময়ে পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯ জনের। এরমধ্যে ৩৪১ জনের পজেটিভ পাওয়া গেছে করোনা ভাইরাস। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। যা এ পর্যন্ত একদিনের ব্যবধানে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।