ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জে করোনার উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
না’গঞ্জে করোনার উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে শহরের জামতলায় দু’জন ও আমলাপাড়া এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) তারা মারা যান।

মৃত্যু তিন জনের মধ্যে একজন নারায়ণগঞ্জে শহরের জামতলা হাজী ব্রাদার্স রোডের বাসিন্দা।

তার বয়স ৬০ বছর। অপরজন ধোপাপট্টি এলাকার বাসিন্দা। তার বয়স ৪০ বছর। এছাড়া আমলাপাড়া এলাকায় ৫৮ বছর বয়সী এক ব্যক্তি নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে (করোনা হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বাংলানিউজকে বলেন, মৃত তিনজনেই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ওই তিনজনই আমার ওয়ার্ডের বাসিন্দা। তবে মৃত ব্যক্তিদের পরিবারের অনুরোধে মরদেহগুলো দাফন করছি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।