ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা

আক্রান্তদের মধ্যে আইসিইউতে আছেন ১১ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
 আক্রান্তদের মধ্যে আইসিইউতে আছেন ১১ জন ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন। মোট আক্রান্তদের মধ্যে ৫৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বিভাগের (এমআইএস) মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন। নতুন করে সুস্থ হয়েছে ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ জন।

তিনি আরও বলেন, করোনা শনাক্তদের মধ্যে বয়স বিভাজনের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৭ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ শতাংশ। আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ, ৩৮ শতাংশ নারী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১১৪ টি। অদ্যাবধি মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ১৯১টি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে আছেন ৩ হাজার ৮১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) বিভাগের পরিচালক ড. মো. হাবিবুর রহমান ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
পিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।