ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

৬ মেডিক্যালে জেডআরএফ-ড্যাবের পিপিই বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
৬ মেডিক্যালে জেডআরএফ-ড্যাবের পিপিই বিতরণ

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকদের সম্মুখ যোদ্ধা অভিহিত করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আজকে করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হচ্ছেন আমাদের ডাক্তার, নার্স ও এ সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু তাদের কোনো সুরক্ষা নেই। যার প্রমাণ ডা. মঈন উদ্দিন। মনে রাখতে হবে তাদের সুরক্ষা দিতে না পারলে আমাদের জন্য তথা সাধারণ মানুষেরও কিন্তু সামান্য কোনো সুরক্ষা নেই। এ বিষয়টি সরকার যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই আমাদের জন্য ভালো হবে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিক্যাল কলেজে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে চিকিৎসকদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

জেডআরএফ ও ড্যাবের পিপিই বিতরণের উদ্যোগের প্রশংসা করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় করোনা মোকাবিলায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত ও আক্রান্তদের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

বিশ্ব মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে জেডআরএফ ও ড্যাব। জেডআরএফের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে উভয় সংগঠনের উদ্যোগে শনিবার রাজধানীতে আরও ৫টি এবং চট্টগ্রামে ১টিসহ মোট ছয়টি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পিপিই বিতরণ করা হয়।

সকালে চট্টগ্রামের বিজিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে পিপিই বিতরণকালে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এদিকে মিরপুরের ডেল্টা মেডিক্যাল কলেজ হাসপাতালে পিপিই বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- ড্যাবের সহ-সভাপতি ডা. সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. পারভেজ রেজা কাকন, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশসহ ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য ব্যক্তিরা।

শাহবাগে ইব্রাহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সকাল ১১টায় পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ডা. মেহেদী হাসান, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. পাভেল, বারডেমের যুগ্ম পরিচালক ডা. নাজিম ফারইয়ান প্রমুখ।

দুপুর ১২টায় আসাদগেট মেইন রোডে কেয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা: আব্দুস সালাম প্রমুখ।

মিরপুর-১৪ নম্বরে মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতালে পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া মোহাম্মদপুর রিং রোডে সেন্ট্রাল ইন্টারন্যশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ১টায় পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনকি সম্পাদক ফজলুল হক মিলন ও ড্যাবের ডা. শহীদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০ 
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।