ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: ৪৪ দিনে দেশে মৃত্যু ছাড়ালো ১০০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
করোনা: ৪৪ দিনে দেশে মৃত্যু ছাড়ালো ১০০

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। এর আগে ১৭ এপ্রিল একদিনে সবচেয়ে বেশি ১৫ মৃত্যু হয়েছিল।

গত ৮ মার্চ প্রথম দেশে তিনজন রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়।

সোমবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত ’অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭৭৯টি। মোট পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি  নমুনা।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। নতুন করে সুস্থ হয়েছে ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।

তিনি বলেন, গাজীপুরে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। গাজীপুরে মোট আক্রান্ত রোগীর ১৯ দশমিক ৫ শতাংশ, কিশোরগঞ্জে ১৩ দশমিক ৫ শতাংশ, নরসিংদীতে ছয় শতাংশ রোগী শনাক্ত হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের অবস্থান আগের মতোই রয়েছে।

‘২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১০ জন। এদের মধ্যে পুরুষ ৮ জন, নারী দু’জন। ঢাকার ভেতরে ৫ জন, নারায়ণগঞ্জে চারজন, নরসিংদীতে একজন। এদের বয়স বিশ্লেষণের ক্ষেত্রে ৬০ বছরের অধিক বয়সের রয়েছেন চারজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে দু’জন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।