ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক আইসোলেশনে জায়গা হচ্ছে না করোনা সন্দেহভাজনদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
ঢামেক আইসোলেশনে জায়গা হচ্ছে না করোনা সন্দেহভাজনদের

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্দেহভাজন করোনা রোগীদের রাখতে বরাদ্দকৃত দুটি আইসোলেশন ওয়ার্ডে আর স্থান সংকুলান হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েকদিন ধরেই এ দুইটি ওয়ার্ড করোনা সাসপেক্টদের ভিড়ে পরিপূর্ণ থাকছে বলে জানিয়েছে তারা।

সোমবার (২০ এপ্রিল) ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, বর্তমানে প্রতিদিনই করোনা সাসপেক্ট রোগীরা হাসপাতালে আসছেন।

তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে। আমাদের আইসোলেশন ওয়ার্ড দুটি। একটি নতুন ভবনের নিচতলায়, আরেকটি জরুরি বিভাগের সামনে। দিনদিন করোনা সাসপেক্ট রোগী বেড়ে যাওয়ায়, এখন আর আইসোলেশন ওয়ার্ডেও তাদের জায়গা দেওয়া যাচ্ছে না।  

‘সার্বিক পরিস্থতিতে গতকাল রোববার (১৯ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য এদের মধ্য থেকে ১৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্যাম্পল দেওয়ার পর অনেকেই বাড়িতে চলে গেছেন। ’

এদিকে আইসোলেশন ওয়ার্ড প্রসঙ্গে ঢামেকের একটি সূত্র জানায়, এ হাসপাতালে দুটি জায়গায় রুমের মধ্যে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তাতে ঢালাওভাবে কিছু বেড রাখা আছে, সেখানেই একসঙ্গে সবাইকে রাখা হয়। কিন্তু আইসোলেশন ওয়ার্ডে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ছোট ছোট রুম থাকা উচিত। তার বদলে এখানে করোনা সন্দেহভাজনদের একসঙ্গে রাখা হচ্ছে।  

করোনায় ঢামেকে চিকিৎসকদের সুরক্ষাসরঞ্জাম প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মেডিসিন বিভাগের এক প্রফেসর জানান, এন-৯৫ মাস্ক তো দূরের কথা, সার্জিক্যাল মাস্কও পাওয়া যায় না। যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পরেই চিকিৎসকরা ডিউটি করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পাওয়া পিপিইগুলো মোটামুটি ভালো।  

রোগীদের সেবা দিতে গিয়ে ঢাকা মেডিকেলের বেশ কয়েকজন চিকিৎসক ও নার্স এরই মাঝে করোনায় আক্রান্ত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০ 
এজেডএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।