ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: গাজীপুর-কিশোরগঞ্জ-নরসিংদীতে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
করোনা: গাজীপুর-কিশোরগঞ্জ-নরসিংদীতে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ঢাকা: দেশে নতুন ৪৯২ জনসহ এ পর্যন্ত করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৯৪৮ জন। আট বিভাগের ৫৪টি জেলায় ছড়িয়েছে করোনার সংক্রমণ। ঢাকা বিভাগে নতুন করে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী।

আইইডিসিআরের তথ্য বলছে, মোট আক্রান্তের ৭৭ দশমিক ৪ শতাংশ ঢাকা বিভাগে। আর বাকি ২২ দশমিক ৬ শতাংশ সাত বিভাগের ৪১ জেলায়।

অর্থাৎ ঢাকা বিভাগে মোট আক্রান্ত ২ হাজার ২৮০ জন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ১৭৪ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা বিভাগ ছাড়া দেশের অন্য জেলায় ৬৬৮ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এদিকে আইইডিসিআরের ওয়েবসাইটে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকা বিভাগের ১৩টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা জেলায় ১ হাজার ২১৬ জন। পরে রয়েছে নারায়ণগঞ্জ জেলায় ৩৮৭ জন, গাজীপুরে ২৬৯ জন, কিশোরগঞ্জে ১৪৬ জন, নরসিংদীতে ১৩৫ জন, মুন্সীগঞ্জে ৩৩ জন, গোপালগঞ্জে ৩০ জন, মাদারীপুরে ২৫ জন, রাজবাড়ী-শরীয়তপুরে ৮ জন‌ করে ১৬ জন, মানিকগঞ্জের সাতজন ও ফরিদপুরে ছয় জন আক্রান্ত হয়েছে।

ঢাকা বিভাগের মধ্যে নতুন করে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে।

চট্টগ্রাম বিভাগের ৯টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৪৩ জনের মধ্যে কভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এরপরে লক্ষ্মীপুরে ২৫ জন, কুমিল্লা জেলায় ২১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১১ জন, চাঁদপুরে ১০ জনের মধ্যে করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে‌। এছাড়া কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী জেলায়ও সংক্রমণ ছড়িয়েছে।

ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৩ জন, জামালপুরে ২১ জন, শেরপুরে ১৩ জন ও নেত্রকোনায় ১৪ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি গাইবান্ধায় ১৩ জন দিনাজপুরে ১১ জন ও নীলফামারীতে ৯ জন শনাক্ত হয়েছে। এছাড়া রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলায় সংক্রমণ পাওয়া গেছে।

বরিশাল বিভাগের ৫টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি ২৪ জন, বরগুনায় ১২ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি জেলায় সংক্রমণ ছড়িয়েছে।

রাজশাহী বিভাগের ৬ জেলার মধ্যে সবচেয়ে বেশি রাজশাহী জেলায় ৫ জনসহ নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও বগুড়ায় মোট ১২ জন রোগী শনাক্ত হয়েছে।

আর খুলনা বিভাগের ৫ জেলার মধ্যে যশোর, বাগেরহাট, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গায় মোট ৯ জনের মধ্যে করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে।

সিলেট বিভাগের চার জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এরমধ্যে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মোট আট জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আইইডিসিআরের তথ্য থেকে দেখা যায়, ঢাকা বিভাগের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, তৃতীয় ময়মনসিংহ বিভাগ, তারপরে রংপুর ও বরিশাল বিভাগের অবস্থান। আট বিভাগের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ ছড়িয়েছে সিলেট বিভাগে, তারপরে খুলনা ও রাজশাহী বিভাগের অবস্থান।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৫ জন।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
পিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।