ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
কিশোরগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত

কিশোরগঞ্জ: করোনার হটস্পট ঘোষণা হওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্তের জন্য কিশোরগঞ্জে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে বাংলানিউজকে এ তথ্য জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিসিআর ল্যাব স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তাই কিশোরগঞ্জে একটি পিসিআর ল্যাব হবে।

এদিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকার ল্যাবরেটরি হতে অনিবার্য কারণে মঙ্গলবার নমুনার প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় করোনা
সংক্রান্ত আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে বুধবার (২২ এপ্রিল) থেকে আমাদের স্যাম্পল জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ( আইপিএইচ) পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।