ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নওগাঁয় করোনা টেস্টিং কিট হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
নওগাঁয় করোনা টেস্টিং কিট হস্তান্তর

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নিজস্ব তহবিল থেকে নওগাঁয় ১ হাজার করোনা ভাইরাস শনাক্তকরণ টেস্টিং কিট হস্তান্তর করা হয়েছে।

খাদ্যমন্ত্রীর পক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলালের হাতে এসব কিট হস্তান্তর করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের
উপপ্রচার সম্পাদক রনজিত সরকার।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর- রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল-মামুন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর দিক নিদের্শনায় সারা দেশে করোনা শনাক্তের টেস্টিং কিট, শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে ধারাবাহিকতায় নওগাঁয় এসব সামগ্রী বিতরণও করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।