ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা আক্রান্তদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
করোনা আক্রান্তদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এবং মৃত ব্যক্তিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সের ফ্রি সার্ভিস ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা টেলি হেলথ কল সেন্টার উদ্বোধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র খেলার মাঠে এই সেবার উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ সময় কেন্দ্রীয় এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আয়োজনে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে আনা- নেওয়া এবং মৃত ব্যক্তির লাশ বাড়িতে পৌঁছে দেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ৪০ জন ডাক্তার দ্বারা রাজধানীর ১০টি পয়েন্ট থেকে এই সার্ভিস ২৪ ঘণ্টা পরিচালিত হবে।

তিনি আরো জানান, বুধবার থেকেই এই সেবাটি চালু হবে। এতে যথেষ্ট পরিমাণ অ্যাম্বুলেন্সের সরবরাহ রয়েছে। এছাড়া এর মধ্যে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সও সেবায় নিয়োজিত থাকবে। আর জনসাধারণের স্বাস্থ্য সেবায় টেলি হেলথ সেন্টারের হটলাইনে ‘09611999777’ সেবা চালু রয়েছে সবসময়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এইচএমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।