ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে বাড়ছে করোনা রোগী, হোম কোয়ারেন্টিনে আরো ১৮৩ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
সিলেটে বাড়ছে করোনা রোগী, হোম কোয়ারেন্টিনে আরো ১৮৩ জন

সিলেট: করোনা আক্রান্ত সন্দেহে সিলেটের চার জেলায় আরো ১৮৩ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২৯০ জন। চার জেলায় এখনো হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৯৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২ দিনে হোম কোয়ারেন্টিনে ৬৯ জন কমলেও সিলেটে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে দু’দিনে ১২ জন বেড়েছে। গত ৭ এপ্রিল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে করোনা শনাক্ত পরীক্ষা শুরু হয়।

এরপর দুই সপ্তাহে বিভাগের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হন। আর এ সপ্তাহে মাত্র দুই দিনেই আক্রান্ত ১২ জন সনাক্ত হয়েছেন। এরমধ্যে হবিগঞ্জে ১৩, সিলেটে ৫ এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টিনে আসা ১৮৩ জনের মধ্যে সিলেটে ৩৪  জন, সুনামগঞ্জে ৭১, হবিগঞ্জে ৭০ এবং মৌলভীবাজারে ৮ জন। এ নিয়ে চার জেলার মোট হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৯৯১ জন। যারমধ্যে সিলেটে ২৪৯, সুনামগঞ্জে ১ হাজার ২৬৩, হবিগঞ্জে ৯৭০ এবং মৌলভীবাজারে ৪৬৬ জন। নতুন করে ছাড়পত্র পেয়েছেন ২৯০ জনের মধ্যে সিলেটে ২, সুনামগঞ্জে ২৫৪, হবিগঞ্জে ২০ ও মৌলভীবাজারে ১৪ জন। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত ৪ হাজার ২৭১ জন হোম কোয়ারেন্টিন ছেড়েছেন। তন্মধ্যে সিলেটে ৯০৭, সুনামগঞ্জে ১ হাজার ৪৪৪, হবিগঞ্জে ৯৫৩ ও মৌলভীবাজারে ৯৬৭ জন। বুধবার পর্যন্ত হাসপাতাল কোয়ারেন্টিনে আছেন ৩৩ জন এবং আইসোলেশনে ৩২ জন। এছাড়া গত ৭ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত মোট ১ হাজার ১৮৭ জনের নমুনা সংগ্রহ করে ১ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এর মধ্যে ১৯ জন পজিটিভ ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।