ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে কর্মরত নার্সদের পিপিই দিচ্ছে বিএমএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
ফেনীতে কর্মরত নার্সদের পিপিই দিচ্ছে বিএমএ বিএমএ লোগো

ফেনী: ফেনীতে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের স্বাস্থ্য নিরাপত্তায় পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিচ্ছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিএমএ কার্যালয়ে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল খায়ের মিয়াজী কাছে কর্মরত নার্সের জন্য ৭০ পিস পিপিই হস্তান্তর করা হয়। এসময় বিএমএর পক্ষে উপস্থিত ছিলেন বিএমএ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. রিয়াজ।

ডা. বিমল চন্দ্র দাস জানান, সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার মহোদয়ের সার্বিক নির্দেশনায় ফেনী জেনারেল হাস্পাতালে কর্তব্যরত সব নার্সের জন্য পিপিই সরবরাহ করা হয়।

ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, ‘চলমান করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে স্বাস্থ্যকর্মীরা সম্মুখযোদ্ধা। তাদের অস্ত্র হচ্ছে নিজেদের স্বাস্থ্য নিরাপত্তামূলক সরঞ্জাম এবং রোগীর সেবাদানে অর্জিত জ্ঞান। তাই আমাদের কাছে এ মুহূর্তে স্বাস্থ্যকর্মীর নিরাপত্তাই মুখ্য। তাই সংগঠন নার্সদের জন্য পিপিই ব্যবস্থা করেছে। ’

শনিবার (২৫ এপ্রিল) ফেনীর সব নার্সের জন্য পিপিই জেলা সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে।

তত্ত্বাবধায়কের কাছে পিপিই হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূইয়া, ডা. জুবায়ের, নার্সিং সুপারভাইজার মোমেনা খাতুন ও রমা রানী রাহা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।