ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে কোয়ারেন্টিনে ৯১৭, ছাড়পত্র পেলেন ১৮১৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
কিশোরগঞ্জে কোয়ারেন্টিনে ৯১৭, ছাড়পত্র পেলেন ১৮১৩ জন

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে সাত জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় মোট ৯১৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।  

তিনি জানান, শনিবার ১৪ দিন হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ও করোনার কোনো উপসর্গ না থাকায় ১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এনিয়ে জেলায় ছাড়পত্র পেলেন ১ হাজার ৮১৩ জন।  

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোভিড-১৯ পজেটিভ ২৮ জন রোগী ও নেগেটিভ একজন ভর্তি রয়েছেন। এছাড়াও ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে করোনা পজেটিভ দুইজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন ও ময়মনসিংহের এসকে হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছেন। অন্য বাকি কোভিড-১৯ পজেটিভ ১৩৮ জন রোগী তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

হাসপাতালে ও বাড়িতে থাকা রোগীদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো রয়েছে বলেও জানান সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।