ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৪১৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৪১৮ জন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৬৮০টি।

আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৭৩টি। গত ২৪ ঘণ্টায় নয় জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।  

তিনি আরও জানান, মৃত পাঁচ জনের মধ্যে চার জন ঢাকার ও একজন দোহারের। বয়স বিভাজনে ১০ বছরের নিচে একজন, ৬০ বছরের ঊর্ধ্বে একজন, ৫০-৬০ এর মধ্যে তিন জন।

এর আগে, শনিবার (২৫ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়।

গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়।  

 

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।