ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জে ১৪৯৫ জন কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
সিরাজগঞ্জে ১৪৯৫ জন কোয়ারেন্টিনে

সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে নতুন করে ৭৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন একজন। এনিয়ে জেলায় মোট কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ৪৯৫ জন। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

তিনি জানান, শনিবার ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ও এর মধ্যে তাদের করোনার কোনো উপসর্গ না থাকায় ৯২ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র।

এনিয়ে জেলায় মোট ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৫২ জন।

পরিসংখ্যান কর্মকর্তা জানান, জেলায় অসুস্থ মোট ১৮২ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে  পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১৫ জনের প্রতিবেদন পাওয়া গেছে। যার মধ্যে দু’জনের করোনা পজেটিভ ও অন্য ১১৩ জনের নেগেটিভ এসেছে।  

এদিকে আরও ৪০ জনের সংগ্রহ করা নমুনা রামেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।