ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজধানীর যেসব এলাকায় বেশি করোনা রোগী শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
রাজধানীর যেসব এলাকায় বেশি করোনা রোগী শনাক্ত

ঢাকা: প্রায় সারাদেশেই করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৪৮৫ জন শনাক্ত হয়েছে ঢাকায়। রাজধানীর যেসব এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে মিরপুর, বংশাল, ধানমন্ডি, চকবাজার, গেন্ডারিয়া, গুলশান, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ট, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারি বাজার, তেজগাঁও, উত্তরা, ওয়ারি অন্যতম।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী এ বিষয়ে জানা গেছে।

আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুরে (১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ) মোট ১২১ জন।

এরপর রাজারবাগে মোট ৯৯ জন।

এছাড়া বংশালে ৪৭ জন, ধানমন্ডিতে ৩১ জন, চকবাজারে ৩২ জন, গেন্ডারিয়ায় ২৮ জন, গুলশানে ২২ জন, হাজারীবাগে ২৪ জন, যাত্রাবাড়ীতে ৬৭ জন, কাকরাইলে ৩৩ জন, লালবাগে ৫৯ জন, মিটফোর্টে ৩৮ জন, মহাখালী ৩৮ জন, মোহাম্মদপুরে ৫৪ জন, পুরানা পল্টনে ২৭ জন, শাহবাগে ৩৪ জন, শাখারি বাজারে ২৭ জন, তেজগাঁও ৩৬ জন, স্বামীবাগে ৩১ জন, উত্তরায় ৩৩ এবং ওয়ারিতে ৩৫ জনসহ প্রায় সব এলাকায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।

এর আগে, দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নয় জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।