ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: না’গঞ্জে আক্রান্ত পুলিশের ২৬ সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
করোনা: না’গঞ্জে আক্রান্ত পুলিশের ২৬ সদস্য নারায়ণগঞ্জের মানচিত্র

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। তবে তাদের সবার শারীরিক অবস্থা ভালো এবং তারা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জায়েদুল আলম বাংলানিউজকে জানান, সোমবার সকাল পর্যন্ত জেলা পুলিশের ২৬ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

তাদের মধ্যে তিনজন পরিদর্শক ও বাকিরা বিভিন্ন পদমর্যাদার। জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে ও বাসায় ২৩ জনকে আইসোলেশন রাখা হয়েছে এবং তিনজনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে।

তাদের সবার শারীরিক অবস্থা ভালো বলেও জানান তিনি। এসময় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে পুলিশ সদস্যসহ সবার জন্য তিনি দোয়া চান।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।