ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

টেলিফোনে ২০ হাজার রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বিএসএমএমইউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
টেলিফোনে ২০ হাজার রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বিএসএমএমইউ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’-এর মাধ্যমে তিনটি স্তরে মোট ২০ হাজারেরও বেশি রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিএসএমএমইউর সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।

বিজ্ঞতিতে বলা হয়, বিশেষজ্ঞ হেলথ লাইনের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি শাহবাগের বেতার ভবনে স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

একই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে রোগীদের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও রোগীদের সুবিধার্থে বিভিন্ন বিভাগে হেল্প লাইন চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা পুরোপুরি চালু রাখার পাশাপাশি সীমিত পরিসরে বহির্বিভাগেও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও প্রতিদিন তিনটি সেশনে বেসরকারি টিভি চ্যানেল- একাত্তর টিভি এবং আরটিভির মাধ্যমে এ পর্যন্ত অর্ধশতাধিক সেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সরাসরি উপস্থিত থেকে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিচ্ছেন। সেশনগুলো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হওয়ায় তা দেখে সংশ্লিষ্ট অন্য রোগীরাও সমানভাবে উপকৃত হচ্ছেন বলে বিএসএমএমইউর দাবি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, রেসিডেন্ট চিকিৎসকসহ মোট ২শ’ চিকিৎসককে ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’-এর চিকিৎসাসেবা কার্যক্রমে যুক্ত করা হয়েছে। চলমান পরিস্থিতিতে যেসব রোগীর বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করা প্রয়োজন কিন্তু হাসপাতালে উপস্থিত হতে পারছেন না তাদের চিকিৎসা প্রাপ্তির ধারাবাহিকতা নিশ্চিত করতেই এই সেবা কার্যক্রমটি চালু করা হয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রম ডায়াবেটিস, ক্যান্সারসহ দীর্ঘমেয়াদী ও জটিল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলতি মাসের ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ৫ তলার ডিজিটাল লাইব্রেরিতে করোনা ও অন্যান্য রোগে আক্রান্ত দেশের সব রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ কার্যক্রম চালু করা হয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ০৯৬১১-৬৭৭৭৭৭ নম্বরে ডায়াল করে রোগীরা চিকিৎসকের এই পরামর্শ সেবাটি নিচ্ছেন। এ বিশেষজ্ঞসেবা পরবর্তীতে দেশের টেলিমেডিসিন সেবাদানকারীদের মাধ্যমে আরও সম্প্রসারিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
পিএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।