ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে ২ চিকিৎসকসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
সিলেটে ২ চিকিৎসকসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত

সিলেট: সিলেট বিভাগে দুই চিকিৎসকসহ আরও ১৩ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০০ জন।

সোমবার (২৭ এপ্রিল) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় ফলাফলে ১৩ জনের পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে সিলেটে দুই চিকিৎসক বাকি ১১ জন সুনামগঞ্জের।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বাংলানিউজকে বলেন, বিভাগের ১৮০ জনের নমুনা পরীক্ষা হলে ১৬৭ জনের ফলাফল নেগেটিভ আসে, বাকি ১৩ জনের পজিটিভ। অবশ্য হবিগঞ্জ ও মৌলভীবাজারে কারো কারোনা শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জন। এরমধ্যে সিলেটে ১৬ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ৪৮ ও মৌলভীবাজারে ১১ জন।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।