ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ব্যক্তি উদ্যোগে স্থাপিত করোনা টেস্টিং ল্যাব উদ্বোধন বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ব্যক্তি উদ্যোগে স্থাপিত করোনা টেস্টিং ল্যাব উদ্বোধন বুধবার

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নিজস্ব অর্থায়ন ও  উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে ইউএস-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতালে নির্মিত করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ল্যাব উদ্বোধন হবে বুধবার (২৯ এপ্রিল)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বুধবার দুপুর ১২টায় এ ল্যাব উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তাগীর গাজী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

গত ১৬ এপ্রিল ইউএস-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতালকে করোনা ভাইরাসের (কোভিড-১৯)নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০ 
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।