ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে নার্স-পুলিশসহ নতুন ৪ জন করোনা পজেটিভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ফরিদপুরে নার্স-পুলিশসহ নতুন ৪ জন করোনা পজেটিভ

ফরিদপুর: ফরিদপুরে নতুন করে আরও চারজন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন নার্স ও একজন পুলিশ সদস্য রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ফরিদপুর মেডিক্যাল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এতথ্য জানা গেছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন।

 

করোনায় সংক্রমণ হয়ে অসুস্থ ওই চার জনের মধ্যে তিন জনই জেলার ভাঙ্গা উপজেলার। অন্যজন ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা। তিনি পুলিশ হেড কোয়াটারে কর্মরত আছেন। বর্তমানে তিনি ছুটিতে নিজ বাড়িতে রয়েছেন।

ফরিদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বাংলানিউজকে জানান, ওই পুলিশ সদস্য সোমবার (২৭ এপ্রিল) ছুটি নিয়ে ঢাকা থেকে ফরিদপুর আসেন এবং করোনা টেস্ট করান। আর ভাঙ্গায় আক্রান্ত তিন জনের মধ্যে একজন পেশায় নার্স। তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত আছেন। অপর এক নারী ও এক পুরুষ উপজেলার আলগী ইউনিয়নের বাসিন্দা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোহসিন উদ্দিন ফকির বাংলানিউজকে জানান, করোনা শনাক্ত হওয়া ওই তিনজনের মধ্যে নার্সকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া অপর দুই জনকে ফরিদপুর হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হবে। পরবর্তী সতর্কতার জন্য আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ ও তাদের বসবাসরত বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।

এর আগে জেলার নগরকান্দা উপজেলায় চারজন এবং সদরপুর, চরভদ্রাসন, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় একজন করে মোট আটজন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।