ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জ ল্যাবের পিসিআর মেশিনে দৈনিক ৯৬টি টেস্ট হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
না’গঞ্জ ল্যাবের পিসিআর মেশিনে দৈনিক ৯৬টি টেস্ট হবে ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ করোনা ভাইরাস হাসপাতালে (খানপুর তিনশ’ শয্যা হাসপাতাল) কোভিড-১৯ পরীক্ষার জন্য আরটি-পিসিআর মেশিন এসে পৌঁছেছে। এ মেশিনের একটি সেটআপের মাধ্যমে প্রতিদিন ৯৬টি নমুনার ফলাফল পাওয়া সম্ভব হবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ পিসিআর মেশিন এসে পৌঁছেছে।

এটি কাল থেকে স্থাপন করা হবে। আমরা টেকনিশিয়ান পেলে আগামী রোববারের (৩ মে) মধ্যে এখানেই পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। ইতোমধ্যেই আমরা টেকনিশিয়ানের জন্য ডিজিকে জানিয়েছি, তিনি আমাদের আশ্বস্ত করেছেন, এটি ব্যবস্থা হয়ে যাবে। ’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন এ মেশিনের একটি সেটআপের মাধ্যমে ৯৬টি টেস্ট করা সম্ভব হবে বলে আমরা জানতে পেরেছি। এখন টেকনিশিয়ান পেলে নিশ্চিত করে বলতে পারবো। আমরা খুব দ্রুতই এ হাসপাতালে আইসিইউ ইউনিটের কার্যক্রম শুরু করবো। ইতোমধ্যে আইসিইউ ইউনিটের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।