ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: সারাদেশে কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬০১ প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
করোনা: সারাদেশে কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬০১ প্রতিষ্ঠান

ঢাকা: করোনা মোকাবিলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য ৬৪ জেলায় ৬০১টি প্রতিষ্ঠান প্রস্তুত। তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানে ৩০ হাজার ৬৩৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেবা দেওয়া যাবে। 

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হোম কোয়ারান্টিনে গেছেন ২ হাজার ৪১২ জন।

হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন গেছেন ১৩২ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে হোম কোয়ারেন্টিনের আওতায় এসেছেন মোট ১ লাখ ৮৪ হাজার ৩৩৭ জন। এর মধ্যে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৫৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৭৬ হাজার ৩৮২ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। সব মিলিয়ে বর্তমানে আইসোলেশন আছেন মোট ১ হাজার ৩৪০ জন।

বিজ্ঞতিতে আরও জানানো হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭০৬টি। আগের কিছুসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৮টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি।

আইইডিসিআরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে সরকারি হিসেবে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৬৩। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৭ হাজার ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
পিএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।