ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত সন্দেহভাজন রোগীদের ভর্তির বিষয়ে নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, মে ১, ২০২০
করোনায় আক্রান্ত সন্দেহভাজন রোগীদের ভর্তির বিষয়ে নির্দেশনা ছবি প্রতীকী

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীকে কোনো হাসপাতালে ভর্তি করা সম্ভব না হলে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের উদ্দেশে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এই দিন রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিত নিয়ন্ত্রণ কক্ষের কোভিড-১৯ হটলাইনের চারটি নম্বর- ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালকের সম্মতি রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মে ০১, ২০২০
পিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।