ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ১, ২০২০
করোনা: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ জন ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় এ রোগে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারো সুস্থ হওয়ার খবরও নেই।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৩০৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৯৭৯ জনের ফলাফল করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত শনাক্ত রোগী ৯৭৯ জন।  তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ৩০ জন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ০১, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।