ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিলেট বিভাগে আরও ৬৬ জনের করোনা পজিটিভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ১, ২০২০
সিলেট বিভাগে আরও ৬৬ জনের করোনা পজিটিভ

সিলেট: সিলেট বিভাগে আরও ৬৬ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত করা হয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষায় এ ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়। ফলে ২০০-এর কোঠায় পৌঁছার দ্বারপ্রান্তে সিলেট বিভাগে করোনা রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বাংলানিউজকে বলেন, এর আগে করোনা আক্রান্ত পজিটিভ রোগীর সংখ্যা ছিল সিলেট বিভাগে ১১০ জন।

তা বেড়ে হয়েছে ১৭৬ জনে। এসব রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৫ জন। মারা গেছেন তিনজন।  

ডা. আনিসুর রহমান বলেন, সিলেট ওসমানী মেডিক্যাল পিসিআর ল্যাব থেকে সহস্রাধিক নমুনা পরীক্ষার জন্য ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার আরও ৬৬ জনের পজিটিভ আসে। তবে কোন জেলার কতোজন তা এখনো নিশ্চিত হতে পারেননি। ঢাকায় পাঠানো নমুনাগুলোর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবের ৬৩৭টি নমুনা ছিল। বাকিগুলো বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে সরাসরি ঢাকায় পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ০১, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।