ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজধানীর নতুন ঝুঁকিপূর্ণ এলাকা কাকরাইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ২, ২০২০
রাজধানীর নতুন ঝুঁকিপূর্ণ এলাকা কাকরাইল

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে রাজধানী ঢাকা। আর প্রায় প্রতিদিনই রাজধানীর নতুন নতুন এলাকায় শনাক্ত হচ্ছে করোনায় আক্রান্ত রোগী। গেলো এক সপ্তাহের মধ্যে রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নাম এসেছে কাকরাইলের। এ সময়ে এ এলাকায় শতাধিক নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শনিবার (০২ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্যে এই চিত্র পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। নতুন করে সুস্থ হয়েছে তিন জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

সারা দেশে আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি রাজধানীতে। এখানে মোট রোগীর ৫৬ দশমিক শূন্য তিন শতাংশ। যার মধ্যে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যু হয়েছে।

১ মে পর্যন্ত রাজধানীতে এখনো এককভাবে সবচেয়ে বেশি করোনা রোগী রাজারবাগ এলাকার। এ এলাকার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় সবাই রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রান্ত পুলিশ সদস্য।

এর পরেই রয়েছে কাকরাইল এলাকা। এ এলাকায় এখন পর্যন্ত ১৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অথচ গত ২৪ এপ্রিল এ এলাকায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭ জন। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ এলাকায় করোনা রোগী বেড়েছে ১১০ জন।

রাজধানীতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন পুরান ঢাকা এলাকার। এখানে পাঁচ শতাধিক রোগী রয়েছে। পুরান ঢাকায় সবচেয়ে বেশি রোগী রয়েছে লালবাগে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি বংশালে ৫৬, চকবজারে ৩২, গেন্ডারিয়ায় ৪৫, মিটফোর্ডে ৩৮, ওয়ারিতে ৪১, চানখাঁরপুলে ৩১ জন করোনা রোগী রয়েছে।

বৃহত্তর মিরপুর এলাকায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখন পর্যন্ত এ এলাকায় দুই শতাধিক করোনা রোগীর সন্ধান মিলেছে। মিরপুর-১ নম্বরে ৩২, ২ নম্বরে দুইজন, ৬ নম্বরে ৭ জন, ১০ নম্বরে ১৮ জন, ১১ নম্বরে ৩১ জন, ১২ নম্বরে ১৮ জন, ১৩ নম্বরে ৩ জন এবং ১৪ নম্বরে ৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

এছাড়া যাত্রাবাড়ীতে ৯৯ জন, বাড্ডায় ৪১, বাসাবো ৩৪, ধানমন্ডিতে ৩৮, হাজারীবাগে ৩৮, খিলগাঁওয়ে ৩৫, মালিবাগে ৫৮, গুলশানে ২৭, মগবাজারে ৪৩, জুরাইনে ৩২, মহাখালীতে ৬৮, মোহাম্মদপুরে ৮০, মুগদা ৬৯, পুরানা পল্টনে ২৭, নয়া পল্টনে ২৯, শাহবাগে ৫১, শ্যামলীতে ২৩, তেজগাঁও ৫০, স্বামীবাগে ৩১ ও উত্তরায় ৬৩ জনসহ প্রায় সব এলাকাতেই করোনা আক্রান্ত রোগী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০২, ২০২০
ডিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।