ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: স্বেচ্ছাসেবী হিসেবে হটলাইনে যুক্ত ৪০২৮ চিকিৎসক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ২, ২০২০
করোনা: স্বেচ্ছাসেবী হিসেবে হটলাইনে যুক্ত ৪০২৮ চিকিৎসক

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসা ব্যবস্থাপনা ও হাসপাতাল সংক্রমণ রোধ এবং নিয়ন্ত্রণের জন্য গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে শুক্রবার (১ মে) সকাল ৮টা থেকে শনিবার (২ মে) সকাল ৮টা পর্যন্ত হটলাইনে যুক্ত হয়ে চিকিৎসা সেবা দিয়েছেন ৪ হাজার ২৮ জন চিকিৎসক।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের জনগণকে সন্দেহজনক কোভিড-১৯ সংক্রমণের বিষয় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ অথবা ৩৩৩ অথবা আইইডিসিআরেরর হটলাইনসমূহ (০১৯৪৪৩৩৩২২২, ০১৬৫৫) এবং স্থানীয় হাসপাতালসমূহে কল করে অবহিত করতে অনুরোধ জানানো হয়। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হট লাইনের ১০৬৫৬ ও ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে কল এসেছে ২ হাজার ৭৬৯টি, স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে কল এসেছে ৫১ হাজার ১৩২টি।  

এছাড়া ৩৩৩ নম্বরে কল এসেছে ১৮ হাজার ৪১৪ টিসহ মোট কল এসেছে ৭২ হাজার ৩১৪টি। অদ্যবধি এ হটলাইন নম্বরগুলোতে কল এসেছে ৩৮ লাখ ৩৫ হাজার ৩৯১টি।

আইইডিসিআরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৭৫ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। নতুন করে সুস্থ হয়েছেন তিনজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।

বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৮ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩২ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৫৪৩ জন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ০২, ২০২০
পিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।