ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে নতুন ৪ জন করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ১৮৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ৪, ২০২০
কিশোরগঞ্জে নতুন ৪ জন করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ১৮৮

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে চার জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জন।  

সোমবার (০৪ মে) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি জানান, গত ২৮ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত চার দিনের ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) এমপিএমএল ল্যাবে পাঠানো ৩৯৯ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।

এর মধ্যে একজনের দ্বিতীয় নমুনায় করোনা শনাক্তসহ চার জনের পজিটিভ ও ৩৯৪ জনের নেগেটিভ এসেছে।  

আক্রান্ত চার জনের মধ্যে তাড়াইলে ২, কটিয়াদীতে ১ ও ভৈরব উপজেলায় ১ জন রয়েছেন। এনিয়ে জেলায় মোট ১৮৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।  

সোমবার (আজ) ৯৭ জনসহ মোট ১১২ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং এক জনসহ মোট ৫ জন করোনা রোগী মারা গেছেন। বর্তমানে ১৪৩ জন পজিটিভ রোগী আইসোলেশনে রয়েছেন বলেও জানান সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।  
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ০৪,  ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।