ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: খুমেক হাসপাতালে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মে ৫, ২০২০
করোনা: খুমেক হাসপাতালে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে মো. আনসার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা গেছেন।

ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো. আনসারকে সোমবার (০৪ মে) রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করা হয়।

মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদরে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে। এ জন্য তার নমুনা সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।