ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে মে মাসের পাঁচ দিনে হাসপাতালে ভর্তি ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ৫, ২০২০
ডেঙ্গুতে মে মাসের পাঁচ দিনে হাসপাতালে ভর্তি ২

ঢাকা: চলতি মাসে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নতুন করে ২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ মে সকাল ৮টা থেকে ৫ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন ও এর আগের দিন আরেকজন ভর্তি হন। 

মঙ্গলবার (৫ মে) বিকেলে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।  

কন্ট্রোলরুম থেকে জানানো হয়, চলতি বছরে জানুয়ারি মাসে সর্বোচ্চ ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫, মার্চে ২৭, এপ্রিলে ২৫ ও ১ থেকে ৫ মে পর্যন্ত ২ জন, অর্থাৎ সর্বমোট ২৯৮ জন ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এর মধ্যে ২৯৬ জনই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। ।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর কোনো হাসপাতালেই ডেঙ্গুতে আক্রান্ত নতুন কোনো রোগী ভর্তি হননি। তবে ময়মনসিংহ বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন। এর আগের দিন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু নিয়ে ভর্তি হন। চলতি মাসে এখন পর্যন্ত এ নিয়ে সারাদেশে মোট ২ জন ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।  

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গুতে দেশে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানান আয়শা আক্তার।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মে ৫, ২০২০
পিএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।