ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে পুলিশ, নার্সসহ আরও ৩১ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ৮, ২০২০
রংপুরে পুলিশ, নার্সসহ আরও ৩১ জনের করোনা শনাক্ত

রংপুর: রংপুর জেলায় শেষ ২৪ ঘণ্টায়য় পুলিশ, নার্স, ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২০ জনে। 

শুক্রবার (৮ মে) বিকেলে রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৮৮টি করোনা নমুনা পরীক্ষা হয়।

এতে ৩১ জনের করোনা পজেটিভ এসেছে।  

নতুন শনাক্তদের মধ্যে হারাগাছ এলাকার ১ জন, কোতোয়ালি থানা পুলিশের ৯ সদস্য, রবার্টসনগঞ্জ এলাকায় ১ জন, রংপুর মেডিক্যালের ১ টেকনোলোজিস্ট, রংপুরে বসবাসরত সৈয়দপুর ইসলামী ব্যাংকের ৩ কর্মক্ররতা-কর্মচারী,  ধাপ লালকুঠি এলাকার ১ জন, মিঠাপুকুরের ১, খটখটিয়ার ২, আরকে রোডের ১, রংপুর মেডিক্যালের ১ নার্স, সেনপাড়ার ১ জন, শালবন এলাকার একই পরিবারের ৫ জন ও আরসিসিআই এলাকার ৩ পুলিশ সদস্য রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ০৮, ২০২০ 
এমআইবি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।