ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে ২ জনের করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ১৯০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মে ৮, ২০২০
কিশোরগঞ্জে ২ জনের করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ১৯০

কিশোরগঞ্জ: গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে দু’জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পজিটিভ শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জন।

শুক্রবার (৮ মে) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি জানান, গত ৩ মে কিশোরগঞ্জ সদর উপজেলার ১২টি পেন্ডিং নমুনা এবং ৪ মে ও ৫ মে পর্যন্ত সংগৃহীত নমুনা ঢাকার মহাখালীতে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) এমপিএমএল ল্যাবে পাঠানো ১৯৯ জনের প্রতিবেদন পাওয়া গেছে।

এর মধ্যে একজনসহ  (পুরাতন) দু’জনের কোভিড-১৯ পজিটিভ ও ১৯৬ জনের নেগেটিভ এসেছে।

আক্রান্ত দু’জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় একজন ও ভৈরব উপজেলায় একজন রয়েছেন। এনিয়ে জেলায় মোট ১৯০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া শুক্রবার ১২ জনসহ মোট ১৩৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং পাঁচজন করোনা পজিটিভ রোগী মারা গেছেন। বর্তমানে ৪৬ জন করোনা রোগী ও দু’জন রোগী নেগেটিভ/সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।