ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দেশে ৫৮৭ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১৫১৫ স্বাস্থ্যকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মে ১২, ২০২০
দেশে ৫৮৭ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১৫১৫ স্বাস্থ্যকর্মী

ঢাকা: দেশে ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা। সাধারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যাও। এ পর্যন্ত ৫৮৭ চিকিৎসকসহ করোনায় আক্রান্ত হয়েছেন ১৫১৫ স্বাস্থ্যকর্মী।

মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দফতর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সবমিলে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫১৫ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে চিকিৎসক ৫৮৭ জন, নার্স ৩৯০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৫৩৮ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৫০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৬৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩৭টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৮৪৫ টি। পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩ টি। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮ টি।

এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন হাজার ১৪৭ জন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ১২, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।